রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:৪৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট বামে তাকালেই দেখা মিলবে যৌবন ভরা পূর্ণিমার চাঁদ। শুধু আজ নয়, টানা তিন দিন ধরে পূর্ণিমার চাঁদের আকার আকৃতি থাকবে একই রকম। তাই বছরে সবচেয়ে দীর্ঘমেয়াদি এই পূর্ণিমা। নাসা বছরের এই শেষ-পূর্ণিমার নাম দিয়েছে— ‘অ্যা ফুল মুন উইকেন্ড’।
আর ডান দিকে তাকালে খানিকটা মুগ্ধকর-অবাক হবেন! যেন মালায় গাঁথা তিনটি গ্রহ—বৃহস্পতি, শুক্র আর শনি।
আজ শনিবার সন্ধ্যায় এই অবাক করা দৃশ্য দেখা যাবে আকাশে। এখানেই শেষ নয়, আজ থেকে টানা তিন দিন ধরে পূর্ণিমার চাঁদের আকার আকৃতি থাকবে একই রকম। তাই বছরে সবচেয়ে দীর্ঘমেয়াদি এই পূর্ণিমা।
শনিবার সূর্যাস্তের পর থেকে সোমবার ভোর রাত পর্যন্ত আকারে আকৃতিতে একই রকম থাকবে পূর্ণিমার চাঁদ। টানা তিন ধরে পূর্ণিমার চাঁদ নিজের আকার ও আকৃতি ধরে রাখার ঠিক পরের দিনটি, মঙ্গলবার থেকেই পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে চলে যাবে সবচেয়ে বেশি কৌণিক দূরত্বে।
পৃথিবীর উত্তর মেরু সূর্যের সঙ্গে ওই কৌণিক অবস্থানে থাকবে আগামী বছরের ২০ মার্চ পর্যন্ত।