মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৭:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জে নয়ন (২৪) নামে এক যুবককে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু।
রোববার বিকেলে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় একটি দোকানে এ ঘটনা ঘটে।নয়ন শহরের ৮ নম্বর ওয়ার্ডের বড়পাড়া এলাকার বাসিন্দা কাউসার আলমের ছেলে। তিনি ওই দোকানের ব্যবস্থাপক ছিলেন।
এ ঘটনায় দুই ভাইকে আটক করেছে পুলিশ। তারা হলেন – শান্তিগঞ্জ উপজেলার উপজেলার নূরুল হোসাইনের ছেলে রোহান (২৪) ও রেজওয়ান (২৬)।
পুলিশ জানায়, নয়নের বন্ধু রোহান রোববার বিকেলে ওই দোকানে আড্ডা দিতে আসে।
এক পর্যায়ে রোহান তাকে নাস্তা খাওয়ানোর জন্য বলে। এসময় নয়ন বলে তুমি সঙ্গে যাকে নিয়ে এসেছ সে ভাল লোক নয়।
এ নিয়ে দুই বন্ধুর মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এরই জের ধরে পরে চাকু নিয়ে এসে দোকানের ভিতরেই রোহান ও তার ভাই রেজওয়ান নয়নকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা নয়নকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় নয়ন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।