রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন

বন্যার্তদের কাছ থেকে বাড়তি বাস ভাড়া, ৮ জন চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট ও সুনামগঞ্জ থেকে আসা বন্যার্তদের কাছ থেকে বাড়তি বাস ভাড়া নেয়ার অভিযোগে ৪টি বাসের চালক ও কন্ডাক্টরসহ ৮ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।

তিনি জানান, বন্যার্তদের কাছ থেকে বাড়তি বাস ভাড়া নেয়া হচ্ছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তদন্তে নামে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। তদন্তে প্রমাণ পেয়ে রোববার রাতে ৮ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া অভিযুক্ত ৯টি গাড়ির আরো ১৮ জন শ্রমিকের বিরুদ্ধে একই অভিযোগে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদেরও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

শঙ্খ শুভ্র জানান, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের পক্ষ থেকে আর কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত অব্যাহতিপ্রাপ্ত শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন না। আর যেন কোনো যাত্রী হয়রানির শিকার না হন সে ব্যাপারে গ্রুপের সবাই সতর্ক থাকবে।

প্রসঙ্গত, গত শনিবার হবিগঞ্জ-সিলেট লাইনে ১৮০ টাকা ভাড়ার জায়গায় সাড়ে ৩০০ টাকা নেয়ার অভিযোগ ওঠে বাস কর্মচারীদের নামে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কর্মকর্তারা তদন্ত শুরু করেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs