শুক্রবার, ০২ Jun ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে আগামী ১৪ নভেম্বর। এরপরেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। টাইগারদের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবেন বাবর আজমরা। এই সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
ক্রিকেট পাকিস্তান ডটকম তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতেই নিজেকে সরিয়ে নিয়েছেন হাফিজ। এই অলরাউন্ডারের পরিবর্তে ৩১ বছর বয়সী আরেক অলরাউন্ডার ইফতিখার আহমেদ সুযোগ পেতে পারেন।
২০১৬ এশিয়া কাপের পর আবার বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।
তার আগে অবশ্য হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩ টি-টোয়েন্টির সবক’টি হবে মিরপুরে। প্রথমটি হবে আগামী ১৯ নভেম্বর। ২০ ও ২২ নভেম্বর হবে পরের ২ ম্যাচ।