রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ০৫ আগষ্ট শুক্রবার সকাল ১০ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ্এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেরা পরিসদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, বীর মুক্তযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধনমিয়া, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ প্রমুখ। এছাড়া বানিয়াচং উপজেলা মৎস্য অফিসার নুরুল কবির, প্রকল্পবাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, মহিলা বিষয়ক অফিসার কুহেলিকা সরকার, বিএসডি মহিলা আলীম আদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বির আহমদ,যুবউন্নয়ন অফিসার জাফর ইকবাল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, ইউএনও অফিসের উপপ্রশাসনিক অফিসার সুব্রত দেব, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ ফয়জুর রহমান খান রুবেল, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ হলরুমের পাশ্ববর্তী মাঠে কয়েকটি গাছের চারা রোপন করেন।