শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে পৃথক ঘটনায় চোলাইমদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃত একজনের কাছ থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আলীগঞ্জ রবিদাসপাড়া ও চমকপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, আলীগঞ্জ রবিদাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বিধান দাসকে ২০ লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়। তিনি একই পাড়ার গোলাপ রবি দাসের ছেলে। অপরদিকে, উপজেলার চমকপুর এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ফরহাদ মিয়াকে গ্রেফতার করা হয়। সে ঐ এলাকার নুর মিয়ার ছেলে।
ওসি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিকেলে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।