শনিবার, ১০ Jun ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

বানিয়াচংয়ে পুলিশের অভিযানে চোরসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে চোরসহ ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) দিবাগত রাতে এসআই সঞ্জয় সিকদার, এসআই সবুজ কুমার নাইডু এবং এসআই ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সেয় সহায়তায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলো- উপজেলা সদরের সাগর দিঘীর পশ্চিম পাড়ের চুরি মামলার পলাতক আসামি সঞ্জব আলীর পুত্র আমির হোসেন (৩৩), গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি কচরা গ্রামের রতন বৈষ্ণবের পুত্র শ্রীকান্ত বৈষ্ণব (৪৮) এবং ধর্তব্য অপরাধ রোধকল্পে আসামি লাখাই উপজেলার আমানউল্লাহপুরের জহুর আলীর পুত্র রমজান মিয়া (২০)।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমরান হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদেরকে রোববার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs