মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:২০ অপরাহ্ন

বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মোঃ মহিবুর রহমানঃ  হবিগঞ্জ-বানিয়াচং সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মানিক মিয়া (৪৮) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে

বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ২টায় সড়কের অলিয়ার ভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণ পাড়া গ্রামের উমেদ উল্লাহর ছেলে।

জানা যায়, হাওড়ে মাছ ধরার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন মানিক মিয়া। এসময় বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে মাথার মগজ বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ নিয়ে সড়ক দুর্ঘটনায় ২দিনে ২জন ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে পিকআপ ভ্যান জব্দ এবং চালককেও আটক করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.