মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন

বানিয়াচংয়ে ১৪টি ইউপি’র মধ্যে ৯টিতেই নৌকার প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদকঃ সকল উদ্বেগ-উৎকন্ঠার অবসান ঘটিয়ে বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে উপজেলা পরিষদ হল রুমে একে একে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা। এ উপজেলায় ১৪ ইউনিয়নের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে নৌকা মার্কার প্রার্থীরা। অপরগুলোতে বিজয়ী হয়েছেন আ’লীগ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা।
উপজেলার ১৪টি ইউনিয়নে যারা
বিজয়ী হয়েছেন তারা হলেন, ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে মিজানুর রহমান খান (নৌকা), ২নং উত্তর-পশ্চিম হায়দারুজ্জামান খান ধন মিয়া (নৌকা), ৩নং দক্ষিণ-পশ্চিম আরফান উদ্দিন (নৌকা), ৫নং দৌলতপুর মঞ্জু কুমার দাশ, ৬নং কাগাপাশা এরশাদ আলী, ৭নং বড়ইউড়ি ফরিদ আহমেদ (নৌকা), ৮নং খাগাউড়া মাসুদ কোরাইশী মক্কি, ৯নং পুকড়া সামরুল ইসলাম (নৌকা), ১০নং সুবিদপুর জয় কুমার দাশ (নৌকা), ১১নং মক্রমপুর আহাদ মিয়া (নৌকা), ১২ নং সুজাতপুর সাদিকুর রহমান সাদিক, ১৩ নং মন্দরী শেখ সামছুল হক (নৌকা), ১৪ নং মুরাদপুর শেখ মিজানুর রহমান (নৌকা), ১৫ নং পৈলারকান্দি মোঃ নাছির উদ্দিন চৌধুরী।
শীতের সকালে ভোট গ্রহন শুরু হওয়ার পর প্রথমে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। এরমধ্যে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের সংখ্যাই ছিল বেশি। এছাড়াও আইনশৃঙ্খলা বাহীনির তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs