রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৪

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের রুমার রোয়াংছড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তীর থেকে চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (৬ মার্চ) সকাল ১১টায় তাদের লাশগুলো উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে- গত রাতে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের দুই পক্ষের গোলাগুলিতে তারা নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার জানান, গত রাতে রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আজ সকালে রোয়াংছড়ির নদীর পাড়ে চারজনের লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার রোয়াংছড়ির তালুকদার পাড়ার কাছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দলের নেতা অনুমংকে হত্যা করে লাশ নিয়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দলের সন্ত্রাসীরা শনিবার রাতে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রুপের ওপর হামলা চালিয়ে তাদের লাশ নৌকায় করে এনে রোয়াংছড়ির মংবাতং পাড়ার নদীর পাড়ে ফেলে যায়। রোববার তাদের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs