শনিবার, ১০ Jun ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বালাগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বড়জমাত গ্রামের দিলু মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় প্রায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালাবদ্ধ থাকা পাকা টিনশেডের ঘরের ভিতর আগুন জ্বলছিল তাই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘরের বাইরের থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু তালা খোলার আগেই ঘরের চালসহ আসবাবপত্র মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে, ঘরে রাখা কোরআন শরীফ অরক্ষিত রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আলমারিতে রক্ষিত বেশ কিছু টাকা উদ্ধার করে ক্ষতিগ্রস্থ দিলু মিয়ার হাতে তুলে দেন।
ক্ষতিগ্রস্ত দিলু মিয়া বলেন, সোমবার সন্ধ্যায় বসতঘরে তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পাশ্ববর্তী সিরাজপুর গ্রামে শ্বশুরালয়ে বেড়াতে যাই। রাত সাড়ে ৯টায় খবর পেয়ে এসে দেখি আগুন জ্বলছে। ওসমানীনগর উপজেলার তাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফিন্সের কর্মীরা জানিয়েছেন, অগ্নিকাÐে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের স‚ত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।