রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৭ অপরাহ্ন

বাহুবলে ডাকাতি মামলার আসামী কামরুল গ্রেপ্তার

দেলোয়ার ফারুক তালুকদারঃ শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলার পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কামরুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেয়া তথ্যমতে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। ডাকাত কামরুল বাহুবল উপজেলার ভাটপাড়া এলাকার মৃত ময়না মিয়ার ছেলে।
জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি অজয় দেবের নেতৃত্বে বাহুবল উপজেলার পুটিজুরী এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় লোকজন ও র‌্যাবের সহায়তায় কামরুলকে গ্রেপ্তার করেন। এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব।
তিনি জানান, দিবাগত রাতে হবিগঞ্জ
সদর উপজেলার ছোটবহুলা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে সৌদি ফেরত যাত্রী মোঃ কাজল মিয়া (৪৩) ও তাহার আত্মীয়স্বজন মাইক্রোবাস যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শায়েস্তাগঞ্জে মহাসড়কের পুরাসুন্দাগামী রাস্তার সংযোগস্থল ও সুতাং ব্রিজের মাঝামাঝি স্থানে আসেন। এ সময় ৭ থেকে ৮ জন ডাকাত সৌদি ফেরত যাত্রীর নোহা গাড়ীর সামনে ব্যারিকেড দিয়ে ডাকাতি করে পালিয়ে যায়। পরে তিনি শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ করেন মোঃ কাজল মিয়া। এ প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বাহুবল উপজেলার দক্ষিণ ডুবাঐ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ইব্রাহিম মিয়া (২০) ও শহীদ মিয়ার ছেলে আব্দুল ওয়াহিদ রুবেলকে (২৬) গ্রেফতার করলেও তাদের সহযোগী কামরুল পালিয়ে যায়। ওসি বলেন, গ্রেপ্তারকৃত কামরুল ওই মামলার অন্যতম একজন এজাহারনামীয় আসামী।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs