শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ অপরাহ্ন

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুলাল ইউনিয়নের শংকরপুর গ্রামের মতলিব মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শংকরপুর গ্রামের মাষ্ঠার বাড়ী ও সর্দার বাড়ীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ নিষ্পত্তির জন্য আগামীকাল শুক্রবার (১৫ জুলাই) সালিশ হওয়ার কথা ছিল। ওই সালিশকে কেন্দ্র করে সর্দার বাড়ীর পক্ষের দুলাল মিয়া পার্শ্ববর্তী গোসাই বাজারে এলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। এ ঘটনার খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুলাল মিয়াকে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।বাহুবল মডেল থানার ওসি রাকিব হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত আছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs