শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বাহুবলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার দুপুরে অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পরিমাপে কম দেওয়ার অভিযোগে দুই পেট্রল পাম্পকে জরিমানা করা হয়। সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেওয়ার অভিযোগে বাহুবলের চেরাগ আলী পেট্রল পাম্পকে ২০ হাজার টাকা এবং মিরপুরে নিরাপদ পেট্রল পাম্পকে একই অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ র্যাব-৯ এর একটি টিম।