শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:৪৩ পূর্বাহ্ন

বাহুবলে পিকআপ ভ্যান চাপায় মাদরাসা ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদকঃ  হবিগঞ্জের বাহুবলে পিকআপ ভ্যান চাপায় মো. আকিব আহমেদ (১২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে।

আকিব বাহুবল উপজেলার বাহুবল গ্রামের সৈয়দুর রহমানের পুত্র। সে স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র।

বাহুবল থানার ওসি তদন্ত মো. আলমগীর কবির জানান, রবিবার দুপুরে আকিব আহমেদ জমি থেকে ধান নিয়ে বাড়িতে আসার জন্য রওয়ানা হয়। পথিমধ্য রাস্তা পারাপার হওয়ার সময় একটি ইট বোঝাই পিক- আপ ভ্যান পিছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs