মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

বাহুবল প্রতিনিধি,হবিগঞ্জের বাহুবলের চক্রামপুর গ্রামে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে হুসনে আরা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জেলার বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের বাসিন্দা হুসনে আরা বাড়ি থেকে বের হওয়ার সময় পল্লী বিদ্যুতের ঝুলে থাকা একটি তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। হুসনে আরা ওই গ্রামের কালা মিয়ার স্ত্রী। খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs