শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১১:৪২ অপরাহ্ন

খবরের শিরোনাম:

বাহুবলে শিশু ধর্ষণ মামলার আসামি ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ বাহুবলে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি সালাম উল্লাহকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সালাম উল্লাহ বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির। তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর সকালে আসামি সালাম উল্লাহ পার্শ্ববর্তী এক শিশুর বসতঘরে প্রবেশ করে। সেই সময়ে শিশুটির বাবা ঘুমে ছিলেন। মা রান্নার কাজে ব্যস্ত। এ সুযোগে শিশুটিকে একা পেয়ে সালাম উল্লাহ ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকার শুনে তার মা এগিয়ে আসলে সালাম উল্লাহ পালিয়ে যায়। পরে এ ব্যাপারে বাহুবল মডেল থানায় একটি মামলা হয়। এরপর থেকেই সে পলাতক ছিল। তিনি বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান শনাক্ত করে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অবশেষে আসামিকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs