শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন

বাহুবল প্রেসক্লাবের সভাপতি কুটি, সম্পাদক ইমন

বাহুবল প্রতিনিধি, বাহুবল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৫টায় বাহুবল প্রেসক্লাবের কার্যালয়ে এক সাধারণ সভায় ২ বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট ওই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোহেল আহমেদ কুটি। পরে সর্বসম্মতিক্রমে ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হন সোহেল আহমেদ কুটি- সভাপতি (সম্পাদক সাপ্তাহিক সংবাদ)। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন-কামরুল উদ্দিন ইমন (সম্পাদক ও প্রকাশক, আমার সিলেট নিউজ)।

কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বলেন- সহ-সভাপতি- আজিজুল হক সানু, (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক- জালাল উদ্দিন (সারা বাংলা টুয়েন্টিফোর ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক- নিছপা আক্তার (দৈনিক হবিগঞ্জের বাণী) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- কমল দাশ (সাপ্তাহিক সংবাদ)।

নির্বাহী সদস্য হলেন, সৈয়দ আব্দুল মন্নান (ইত্তেফাক), আব্দুল আওয়াল তহবিলদার সবুজ (আমাদের সময়),
জাবেদ আলী (সমকাল), মামুন চৌধুরী (জনকণ্ঠ), একেএম মুছাব্বির চৌধুরী (যুগভেরী), নাজমুল ইসলাম হৃদয় (মানব কন্ঠ), নিখিল সাহা (গৌড়বাণী)।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs