শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে গাড়ি চাপায় প্রাণ গেল জেনিয়া আক্তার (৪) নামে এক শিশুর।
মঙ্গলবার বিকেলে উচাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জেনিয়া আক্তার ওই গ্রামের ফজল আলীর মেয়ে। হবিগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত দৌস মোহাম্মদ জানান, জেনিয়া নামে ওই শিশুটি বাড়ি থেকে খেলতে বাহির হয়। রাস্তা পারাপারের সময় একটি মিশুক গাড়ি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন তার স্বজনরা। পরে নিহতের মরদেহ নিয়ে যাওয়া হয় উচাইলে তাদের বাড়িতে। সেখানে তাকে শেষ বারের মত দেখতে ভিড় জমায় প্রতিবেশীসহ নিহত জেনিয়ার সাথীরা