বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী শক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে এদেশে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে তারা দেশের জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রাতে হবিগঞ্জ শহরের খোয়াই মুখ এলাকায় জেলা কৃষক লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।
এমপি আবু জাহির আরও বলেন, বিএনপি সরকারের আমলে হবিগঞ্জে উন্নয়ন হয়নি। সে সময় তাদের নেতাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপি সরকারের করে যাওয়া ক্ষতি কাটিয়ে উঠে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবিগঞ্জে মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন কাজে সবাই সন্তুষ্ট কি না জানতে চাইলে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার লোকজন হাত তুলে তাঁর বক্তব্যের প্রতি একাত্মতা পোষণ করেন এবং আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও নূর উদ্দিন চৌধুরী বুলবুল।
বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আহাদ মিয়া, জেলা কৃষক লীগের সহ সভাপতি এসকে শাহীন, তারেক উদ্দিন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, সামাল হোসেন, সহ প্রচার সম্পাদক জাহের উদ্দিন হারুন, চন্দন কান্দি দাশ, অ্যাডভোকেট সুলতান, আজিজুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা তাহির মিয়া, গরিশ রায়, তাহির মিয়া, সাদিক মিয়া, মনু খান, আক্কাছ, শেখ ফরিদ, ইমরুল, হোসাইন মোঃ আক্তার, সালেহ আহমেদ চৌধুরী, বিশ্বজিৎ দাশ, দেওয়ান কবির, কামাল উদ্দিন লাল মিয়া, সামছুল হক ঠাকুর সেবুল, শেখ শাহনুর আলম ছানু, ফরহাদুজ্জামান মুহিত, আব্দুন নূর, শেখ সোহেল আহমেদ, মজিবুর রহমান, জামাল, বিলাল, আবুল খায়ের রাসেল, সুজন, আরজান মিয়া, সোহেল লস্কর, মোল্লা আলমগীর, আবুল কাশেম রুবেল, আশরাফ আহমেদ হারুন, সিটন, আক্তার, সোহাগ, সাইদুর রহমান, খালেক, মিসলু, বাবলু, জামাল প্রমুখ।
এতে কৃষক লীগের বিভিন্ন ইউনিট, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে শোকের মাস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে জেলা কৃষক লীগ।