রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা সদরের শহীদওহাবপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রী পেয়ারা বেগম (৪৫) কে বাঁচাতে গিয়ে মোঃ হাবিবুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার ( ১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। কৃষক মোঃ হাবিবুর রহমান জেলা সদরের শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত মোঃ ওয়াজিউল্লাহ ছেলে।
মোঃ হাবিবুর রহমান এর মেয়ে জামাই মোঃ পলাশ সেখ জানান, দুপুরে বাড়িতে বৈদ্যুতিক পানির পাম্পের সাহায্যে পানি ব্যবহারের সময়ে আমার শাশুড়ি পেয়ারা বেগম বিদ্যুৎপৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে শশুড় মোঃ হাবিবুর রহমান বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় তাদের কে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। জরুরী বিভাগের চিকিৎসক আমার শশুড়কে মৃত ঘোষণা করেন। আর আমার শাশুড়ি কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আনোয়ার জানান, মৃত অবস্থাতেই মোঃ হাবিবুর রহমানকে তার স্বজনেরা জরুরী বিভাগে নিয়ে এসেছে।
রাজবাড়ী সদর থানার এস আই বোরহান জানান, মৃতের মরদেহ তদন্তের জন্য হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তি আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।