মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:৩২ অপরাহ্ন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন অ্যাডভোকেট নাসির

সিলেট প্রতিনিধিঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন ক্ষমতাশীন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান। চেয়ারম্যান পদে আর কেউ মনোনয়ন দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হতে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জোর গুঞ্জন ছিল ড. এনামুল হক সর্দার স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তবে নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে নাসিরের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইলেন না।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ তিনটি পদে ৭৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে একজন ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন এবং সাধারণ সমদ্য পদে ৫৫ জন মনোনয়নপত্র জমা দেন। এর আগে চেয়ারম্যানপদে ২ জন, সাধারণ সদস্য পদে ৬৯ জন এবং সংরক্ষিত নারী সদস্যপদে ১৯ জন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা। তিনি বলেন, ‘চেয়ারম্যানপদে একজন, সাধারণ সদস্যপদে ৫৫ জন এবং সংরক্সিত নারী সদস্য পদে ১৭ জন মনোনয়ন জমা দেন।’

এর আগে দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশফাক আহমদ প্রমুখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs