বুধবার, ০৭ Jun ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট পশ্চিম বুলগেরিয়ায় একটি মোটরওয়েতে পর্যটকদের বহনকারী বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে গিয়ে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বুলগেরিয়ার ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ দেশটির একটি বেসরকারি টেলিভিশনকে বলেছেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। দগ্ধ সাতজনকে সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক।