রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন

বুড়িগঙ্গায় ’সাকার ফিশ’র দখলে, হুমকিতে দেশীয় মাছ

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার বুড়িগঙ্গা নদীতে সম্প্রতি আতঙ্কের আরেক নাম সাকার ফিশ। দ্রুত বংশ বিস্তারকারী এই ক্ষতিকর মাছটি এখন হর হামেশাই দেখা মিলছে। তবে অ্যাকুরিয়ামে চাষযোগ্য বিদেশী প্রজাতির এই ক্ষতিকর মাছটি কিভাবে বুড়িগঙ্গা নদীতে এসেছে সে তথ্য দিতে পারছে না কেউ।

মাছটির প্রকৃত নাম সাকার মাউথ ক্যাটফিশ। তবে সাকার ফিশ নামেই এটি বেশ পরিচিত। বৈজ্ঞানিক নাম হিপোসটোমাস প্লেকোসটোমাস। সাকার ফিশ জলজ পোকামাড়ক ও শেওলার পাশাপাশি দেশীয় ছোট মাছ এবং মাছের পোনা খেয়ে থাকে। তাছাড়া সাকার ফিশের পাখা খুব ধারালো।

ফলে লড়াই করার সময় ধারালো পাখার আঘাতে সহজেই অন্য মাছের দেহে ক্ষত তৈরি হয় এবং পরবর্তীতে পচন ধরে সেগুলো মারা যায়। সাকার ফিস রাক্ষুসে প্রজাতির না হলেও প্রচুর পরিমাণে খাবার ভক্ষন করে। এতে খাদ্যের যোগান নিয়ে তীব্র প্রতিযোগিতা হয় অন্য মাছের সঙ্গে। বেশিভাগ সময়ই দেশীয় প্রজাতির মাছ প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না।

অনুসন্ধানে জানা যায়, সাকার ফিশের প্রভাবে মায়ানমার ও আরব আমিরাতের মৎস্য চাষিরা ব্যাপক লোকসানের মুখে পড়েছে। বাংলাদেশে কয়েক বছর আগে উপকূলীয় জেলা অঞ্চলে প্রথম এই মাছের দেখা মিলে। তাছাড়া এখন গাজীপুর,  সিলেট, ময়মনসিংহ, রংপুরের মতো জায়গায় যা উপকূল থেকে অনেক দূরে, সেখানেও দেখা মিলছে এই মাছের। আরও জানা যায়, বাংলাদেশের প্রজাতির সাকার ফিশ ১৬-১৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। মাছটি পানি ছাড়া প্রায় ২৪ ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs