রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন

বেগম খালেদা জিয়া সন্ধ্যায় হাসপাতালে যাবেন

নিজস্ব প্রতিবেদকঃ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ফের হাসপাতালে নেয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

আজ রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গুলশানের বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে তাকে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়াকে আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।

পরবর্তীতে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এর আগে, ২২ আগস্ট চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল খালেদা জিয়াকে। তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর রাতেই আবার বাসায় ফেরেন তিনি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs