বুধবার, ০৭ Jun ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন

বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেছেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ২০২৩ সালের অভ্যন্তরীণ বোরো ধান ও সেদ্ধ চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
তিনি গতকাল হবিগঞ্জ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্বচ্ছ প্রক্রিয়ায় ধান-চাল সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন সংসদ সদস্য।
এ বছর জেলায় ২১ হাজার ৮৩ মেট্রিক টন ধান ও চাউল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। এর মধ্যে ৬ হাজার ৬৫৯ মেট্রিক টন ধান এবং ১৪ হাজার ৪২৪ মেট্রিক টন সেদ্ধ চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা।
উদ্বোধনীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রু মারমা, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ মিজানুর রহমান, জেলার শীর্ষ ধান-চাউল ব্যবসায়ীবৃন্দ।
খাদ্য বিভাগ জানায়, জেলার ১৪টি অটো রাইস মিল থেকে ১৪ হাজার ৪২৪ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। ধান সংগ্রহ করা হবে সরসাসরি কৃষক পর্যায় থেকে লটারীর মাধ্যমে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs