মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:১২ অপরাহ্ন

ভিয়েতনামে কারাওকে বারে আগুন, নিহত- ৩২

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের একটি কারাওকে কমপ্লেক্সে আগুন লেগে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। দক্ষিণ ভিয়েতনামের হো চি মিন সিটি’র কাছাকাছি এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গত মঙ্গলবার রাতে ভবনটির উপরের দিকে আগুন লাগলে সেখানে থাকা কর্মী ও ক্রেতারা অবরুদ্ধ হয়ে পড়ে। বাঁচতে অনেকেই দ্বিতীয় এবং তৃতীয় তালা থেকে নিচে লাফ দেয়। তারা আহত হলেও বেঁচে আছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিবিসি জানিয়েছে, অগ্নিকাণ্ডের অ্যালার্ম বেজে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ফায়ারসার্ভিস। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপত্র কং আন নান ড্যান সংবাদপত্র বলেছে, অগ্নিকাণ্ডে ৩২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের ১৭ জন পুরুষ এবং ১৫ জন নারী।

ক্ষতিগ্রস্তদের খোঁজে অনুসন্ধান শেষ হয়েছে। আগুনের সময় বারে প্রায় ৬০ জন লোক ছিলেন। এক বিবৃতিতে জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, আগুনটি বারের দ্বিতীয় তলায় শুরু হয় এবং এরপর দ্রুতই তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে।

ভবনের এই অংশটি দাহ্য পদার্থে পূর্ণ ছিল। বুধবার সকালে দেশটির সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ জানায়, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বিন ডুংয়ের একটি জনাকীর্ণ কারাওকে বারে রাতে আগুন লেগে ১২ জন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এর আগে ছয় বছর আগে রাজধানী হ্যানয়ের একটি কারাওকে বারে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছিল।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.