বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ অপরাহ্ন

মজুরী বৃদ্ধিতে খুশি হবিগঞ্জের চা শ্রমিকরা, আনন্দ মিছিল করে কাজে যোগদান

হবিগঞ্জ প্রতিনিধি, টানা ১৯ দিন আন্দোলনের পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মজুরী বৃদ্ধিতে খুশি হবিগঞ্জের ২৪টি চা বাগানের আনন্দ মিছিল করেছে। তবে সাপ্তাহিক ছুটি থাকার কারণে কিছু বাগানে কাজে যোগদান করলেও বেশ কয়েকটি বাগানে সোমবার থেকে কাজে যোগদান করবেন।
রবিবার সকালে শ্রমিকরা আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করিয়ে কাজে অংশ নেয়। তাদের দাবী, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন তারা হাসিমুখে মেনে নিয়ে কাজে যোগদান করেছেন।

গত ৯ আগষ্ট থেকে দৈনিক মজুরী ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘন্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্নদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। ইতিমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শেষ পর্যন্ত শনিবারের বৈঠকে তাদের মজুরী ১৭০ টাকা নির্ধারণ করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করেন এবং আজ কাজ যোগদান করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs