বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন

মধ্যনগরে,১৫ই আগস্টের সকল শহীদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

এস এ আখঞ্জী তাহিরপুরঃ জাতির জনক শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ’ ১৫ই আগষ্টের সকল শহীদদের স্মরণে, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় এক শোক সভার আয়োজন করা হয়।
আজ বুধবার (৩১ আগষ্ট) বিকাল ৩ টার সময় মধ্যনগর বাজারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই শোক সভা অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন,
মধ্যনগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আহ্বায়ক ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন চেয়ারম্যান রাসেল আহমেদ। যুগ্ম আহ্বায়ক হাজং দশরথ চন্দ অধিকারি ও সদস্য সচিব আলাল উদ্দিন এর যৌথ পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটি অঞ্চলের প্রাণ পুরুষ, আগামী দিনের কান্ডারী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিয়াস উদ্দিন, সহ সভাপতি প্রবির বিজয় তালুকদার, প্রভাকর তালুকদার পান্না, সজল কান্তি সরকার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর খসরু, সাংগঠনিক সম্পাদক মনু বাবু, অনুজ দে, সম্মানিত সদস্য ও মধ্যনগর সদর ইউনিয়ন এর চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, সদস্য সাজেদা আহমেদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সোহাগ, মধ্যনগর ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি নয়াব আলী, চামারধানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, দক্ষিণ বংশীকুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মনীন্দ সরকার, ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান উজ্জ্বল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, সদস্য আজিজুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুষেন বর্মন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, প্রচার সম্পাদক সুমন দাস, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিউটন সরকার, রুমন মিয়া, ৩ নং চামারধানী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মনিরুল ইসলাম জনি, কাকন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান, আশরাফুল ইসলাম রাজন প্রমুখ।
প্রধান অতিথি তিনি বলেন, আগস্ট মাস শোকের মাস। এ মাসে বাঙালী জাতির জন্য অনেকগুলো শোকের ঘটনা রয়েছে। সবচেয়ে নৃশংস ও উল্লেখযোগ্য ১৫ আগস্টের ঘটনা। এদিন বাঙ্গালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণীসহ পরিবারের প্রায় সকলকেই ঘাতক চক্র নৃশংসভাবে হত্যা করেছিল। শিশু রাসেলকেও হত্যা করা হয়েছিল সেদিন। কতখানি বর্বর ও নৃশংস হলে একটি শিশুও রক্ষা পায় নি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs