মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের মতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জোহর আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের কোর্ট মসজিদের সামন থেকে বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে চৌধুরী বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা কাজী এমএ জলিলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের জেলা সভাপতি আলহাজ্ব রইছ মিয়া। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী, অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার আলম, মাওলানা মুফতি আলমগীর হোসেন সাইফী, হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, মুফতি মোস্তাফিজুর রহমান আজহারী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবু তৈয়ব মোজাহেদী, সুপার মাওলানা খাইরুদ্দীন, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, হাফেজে কোরআন ঐক্য পরিষদের সভাপতি হাফেজ রেজাউল করিম, সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, ক্বারী মিজানুর রহমান চৌধুরী, হাফেজ এবাদুর রহমান চৌধুরী, আব্দুর রহমান সেলিম, আব্দুস শহীদ প্রমূখ। এছাড়া সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। সমাবেশে বক্তারা বিজেপি নেতা নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের কটূক্তির তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তাদের দ”ষ্টান্ত মূলক শাস্তিসহ ভারত সরকারকে ক্ষমা প্রার্থনার দাবি জানান। এছাড়াও বাংলাদেশ সরকার অবিলম্বে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনসহ ভারতীয় পণ্য বর্জন করবে এ দেশের জনগণ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.