শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি ,নবীগঞ্জে মাকে নির্যাতন করার অভিযোগে আব্দুল আহাদ (২০) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। রবিবার (২১ আগস্ট) দুপুরে নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব তিমিরপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন। দন্ডপ্রাপ্ত আব্দুল আহাদ ওই গ্রামের মৃত আব্দুল রশিকের পুত্র। আব্দুল আহাদ ও তার মা দীর্ঘদিন ধরে পূর্ব তিমিরপুর গ্রামের এক আত্নীয়ের বাড়িতে বসবাস করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়- অকারনে প্রতিদিনের মতোই গতকাল রবিবার সকালে আহাদ তার মাকে মারধর ও ঘরবাড়ি ভাংচুর করে। এক পর্যায়ে তাকে প্রাণে হত্যার চেষ্টা করলে তিনি দৌড়ে অদূরে তার মেয়ের বাড়িতে আশ্রয় নেন। আহাদ তার পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন একদল পুলিশসহকারে ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে তার অপরাধ স্বীকার ও প্রমাণিত হওয়ায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় নবীগঞ্জ থানার এসআই মুস্তাফিজুর রহমান ও মো. ওয়ারিস, হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য- ইতিপূর্বে কিশোর বয়সে হত্যা মামলায় প্রায় আড়াই বছর কারাভোগ করেছেন আহাদ। কষ্টার্জিত উপার্জনে তার মা তাকে জামিনে মুক্ত করেন।