রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৩০ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি,হবিগঞ্জে মাধবপুরের নোয়াপাড়া চা বাগান থেকে লাছন শুক্লবৈদ্য (৫৫) নামের এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৪মার্চ) সকালে প্রতিবেশীরা বাড়ি থেকে বেশ দূরে একটি গাছে লাছন শুক্লবৈদ্যের লাশ ঝুলতে দেখলে বিষয়টি জানাজানি হয়।খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
কি কারনে লাছন শুক্লবৈদ্য ফাঁসিতে ঝুলেছে তা জানা না গেলেও লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা মাধবপুর থানার এসআই শামসুল ইসলাম এটিকে স্বাভাবিক আত্মহত্যা বলেই মনে করছেন বলে জানিয়েছেন।
লাছনা শুক্লবৈদ্য নোয়াপাড়া চা বাগানের ২৫ নম্বর সেকশনের ডিস লাইন এলাকার সুরুজ শুক্লবৈদ্যের পুত্র। এ ব্যাপারে মাধবপুর থানায় ইউডি মামলা হয়েছে।নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান,লাছন শুক্লবৈদ্যের পরিবারে এর আগে তার পিতা,পিতামহও এভাবে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন।