সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন

মাধবপুরে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ মাধবপুরে ট্রাক্টর ও সিএনজির মধ্যে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে মাধবপুর-ধর্মঘর সড়কের চৌমুহনী মেস্তুরবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই এলাকায় একটি সিএনজি ও ট্রাক্টরের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাস্তার
পাশ দিয়ে যাবার সময় সিএনজি উল্টে গিয়ে ২ জন পথচারীর উপর পড়ে। আর এতে করে চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জনি ও একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে আকাশ মিয়া আহত হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন নিহত জনির স্বজনরা। এছাড়াও সিএনজিতে থাকা আরো কয়েকজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs