মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৭:৩৫ অপরাহ্ন

মাধবপুরে ট্রেনে কাটা পড়া নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ আখাউড়া-শায়েস্তাগঞ্জ রেলপথের হবিগঞ্জের মাধবপুরের কাশিমনগর রেল স্টেশন এলাকা থেকে এনা বেগম (৪০) নামে ট্রেনে কাটা পড়া এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এনা বেগম মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মেহেরপুর গ্রামের বু তাহেরের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় জনগণ আখাউড়া-শায়েস্তাগঞ্জ রেলপথে কাসিমনগর রেল স্টেশনের তালিবপুর উচ্চ বিদ্যালয়ের গেইটে রেললাইনের ওপর এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন আর রশিদ সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার গভীর রাতের কোনো এক সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পরিপেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs