বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১০ অপরাহ্ন

মাধবপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ মাধবপুর উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রুবেল মিয়া মহালদার নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।গতকাল রবিবার দুপুরে উপজেলার শাহজি বাজার দরগা গেইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রুবেল কালিকাপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে।বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, রুবেলের বিরুদ্ধে ২০২০ সালের ২ ফেব্রুয়ারী রুপ নগর (কালিকাপুর) গ্রামের সৈয়দ লুৎফুর রহমান সেলিম বাদি হয়ে আদালতে মামলা করেন। এর পর থেকে রুবেল মিয়া মহালদার পলাতক রয়েছেন। গতকাল রবিবার র‌্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা গ্রেপ্তার করে মাধবপুর থানায় হস্তান্তর করেন।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs