শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের তিনদিন পর জনাব আলী নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় উপজেলার রঘুনন্দন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জনাব আলী মাধবপুরের জগদীশপুর ইউনিয়নের চারাভাঙা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, রঘুনন্দন পাহাড় থেকে লাকড়ি কুড়িয়ে এনে বাজারে বিক্রি করতেন জনাব আলী। বৃহস্পতিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার সন্ধ্যায় রঘুনন্দন পাহাড়ে একটি গাছে জনাব আলীর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।