News
- ১৪ নভেম্বর, ২০২৩ / ২৭ দেখেছেন
আলমগীর কবির মাধবপুর থেকে ,হবিগঞ্জে মাধবপুরে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পরিষদের এডিপি’র অর্থায়নে ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০জন কৃষককে বিনামূল্যে সরিষা বীজ ও সার দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষা বীজ, ৫ কেজি এমওপি সার ও ৫ কেজি ডিএপি সার দেয়া হয়। বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আল মামুন হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহারুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
বার্তা প্রেরক আলমগীর কবির মাধবপুর থেকে