বুধবার, ০৭ Jun ২০২৩, ০১:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর মাদ্রাসা গেইটের কাছে রবিবার দুপুর আড়াইটায় যাত্রীবাহীবাস ও চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষে চান্দের গাড়ির চালক ছায়েদ মিয়া (৫২) নিহত হয়েছেন।
এতে গুরুতর আহত দু’যাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ছায়েদ মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান- দুপুর আড়াই দিকে সিলেট থেকে কুমিল্লা ট্রান্সর্পোটের একটি যাত্রীবাহী বাস উল্লেখিত এলাকায় একটি চান্দের গাড়ির সঙ্গে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চান্দের গাড়ির চালক ছায়েদ মিয়া নিহত হয়।
খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ ও আহতদের উদ্ধার করে।