শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন

মাধবপুরে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সুমন মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার কড়রা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাতে কে বা কারা সুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে নয়াপাড়া বাজারের পূর্ব দিকে একটি ধানের মিলের সামনে নিয়ে সুমনকে কুপিয়ে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।এদিকে, খবর পেয়ে মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.