মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন
রাজীব দেব রায় রাজু, স্টাফ রিপোর্টার , হবিগঞ্জের মাধবপুরে রাতের আধারে এক ব্যাক্তির ঘরে জোর পূর্বক প্রবেশ করে দখল করার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল।
এই ঘটনায় ঘরের মালিক জানু মিয়া হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেছেন। জানা যায়, মাধবপুর উপজেলার মনতলা পুলিশ ফাঁড়ির ১ শ গজ পূর্বে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মোঃ জানু মিয়ার একটি জায়গায় ঘর তুলে বসবাস করছিল।
জায়গাটি নিয়ে বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে মোঃ আতিকুর রহমান সেলিমের সঙ্গে বিরোধ চলছে।
গত ১৪ নভেম্বর রাতে আতিকুর রহমান সেলিম ও তার লোকজন পূনঃরায় জানু মিয়ার ঘরে অবৈধ ভাবে প্রবেশ করে । এই ঘটনায় জানু মিয়া হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন।
জানু মিয়া জানান, আতিকুর রহমান সেলিম রাতের আধারে তার ঘরে অবৈধ ভাবে প্রবেশ করে মালামাল লুট করেছে। সেলিম দীর্ঘদিন যাবত তার জায়গাটি দখল করার চেষ্টা করছে।
অপরদিকে আতিকুর রহমান সেলিম জানান, তিনি জায়গাটি ক্রয় করেছেন। জানু মিয়া অবৈধ ভাবে দখল করে ছিল জায়গাটি।