মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৫:১১ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নোয়াগাঁও খালের ওপর নির্মিত একটি সেতু ট্রাক্টর পারাপারের সময় ভেঙে পড়েছে। রোববার (১২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। কয়েকটি গ্রামের খাল পারাপারের একমাত্র সেতুটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার কয়েক হাজার মানুষ।
জানা যায় , প্রায় ২০ বছর পূর্ব নোয়াগাঁও খালের ওপর ছোট একটি সেতু নির্মাণ করা হয়েছিল। এ সেতু দিয়ে কালিকাপুর, রতনপুর ও নোয়াগাঁও গ্রামের হাজারো মানুষ যাতায়াত করতেন।
কালিকাপুর গ্রামের নাসির মিয়া জানান, সেতুটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন এটি ভেঙে পড়ায় এলাকাবাসীর দুর্ভোগ শুরু হয়েছে।
মাধবপুর উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম জানান, সেতুটি ভেঙে পড়ার খবর শুনছি। ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রস্তাব পাঠানো হবে।