বুধবার, ০৭ Jun ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন

মাধবপুরে ২০২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ২০২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২১মে) রাত সাড়ে ৭টার দিকে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক দুজন হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন আহাম্মদপুর এলাকার আব্দুর রইস মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) ও একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৪৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সিনিয়র এএসপি আফসান-আল-আলম।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs