শুক্রবার, ০২ Jun ২০২৩, ০২:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের মাধবপুর থানার ডাক বাংলো এলাকা থেকে ৩১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে র্যাব-৯।
শুক্রবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ডাক বাংলোর জামে মসজিদের পশ্চিম পার্শ্বের রাস্তা থেকে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী জেলার সাহেব প্রতাব (ভিকচান মিয়ার বাড়ী) গ্রামের মো. ভিকচান মিয়ার ছেলে মো. ছানা উল্লা মিয়া, মৌলভীবাজার সদর থানার সম্পাশি (সমেদ মিয়ার বাড়ী) গ্রামের নূরুল ইসলাম মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৯), নরসিংদী জেলার শিবপুর থানার কুমরাদী গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. রব মিয়া (৩৫)।
র্যাব জনায়, শুক্রবার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ডাক বাংলোর জামে মসজিদের পশ্চিম পার্শ্বের রাস্তা থেকে ৩১ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।