সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ পেশাদার ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাধবপুর-চৌমুহনী সড়কের কালিকাপুর মেস্তুরবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটি গ্রামের আলতু মিল্কির ছেলে পলাশ মিল্কি (৩৮) ও একই এলাকার নুরুল ইসলাম মিল্কির ছেলে বেলাল মিল্কি (৩৫)।
মাধবপুর থানার অন্তর্গত কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহামেদ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে।