মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:২২ অপরাহ্ন

খবরের শিরোনাম:

মাধবপুর তেলের ট্যাংকিতে ভেসে উঠল শ্রমিকের মরদেহ

মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের দুদিন পর তফছির মিয়া নামে ২৫ বছর বয়সী এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মাধবপুরস্থ হবিগঞ্জ গ্যাস ফিল্ডের তেলের ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তফছির মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। তিনি হবিগঞ্জ গ্যাসফিল্ডের শ্রমিক ছিলেন।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোববার থেকে নিখোঁজ ছিলেন তফছির। মঙ্গলবার হবিগঞ্জ গ্যাস ফিল্ডের তেলের ট্যাংকিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওসি আরো জানান, সিসিটিভির ফুটেজে দেখা গেছে রোববার রাত পৌনে ৮টার দিকে তফছিরকে গ্যাসফিল্ডে ঢুকতে দেখা যায়। পরে সেখানে থাকা তেলের ট্যাংকির ঢাকনা উঠিয়ে তিনি লাফ দেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs