শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনতলা রেলস্টেশন এলাকায় ও কলেজ রোড এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফের সমর্থক নয়নের সঙ্গে বর্তমান চেয়ারম্যান মো. আলাউদ্দিনের ছেলে কৌশিকের ঝগড়া চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে ইউপি সদস্য ফয়সলসহ ২০ জন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।