মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি সবাইকে তাক লাগিয়ে দিতে মায়ের স্বপ্ন ছিল মেয়ে বরের বাড়ি যাবে হেলিকপ্টারে চড়ে। মায়ের এ স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বরের বাড়ি গেলেন কনে তাছমিয়া আক্তার সুরভী।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের ফুটবল মাঠে অবতরণ করে হেলিকপ্টার। কনে তাছমিয়া আক্তার সুরভী ভরগাঁও গ্রামের পর্তুগালপ্রবাসী আকলাছ মিয়ার একমাত্র মেয়ে। আর যুক্তরাজ্যপ্রবাসী বর আব্দুল আহাদ সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল ওয়াহিদের ছেলে।
জানা গেছে, মায়ের স্বপ্নপূরণে কনে সুরভী হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠানস্থল সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে যান। সেখানে বিয়ের অনুষ্ঠান শেষে কনে হেলিকপ্টারে চড়ে বরের বাড়ি যান।
যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল ওয়াহিদের দুই ছেলে এবং তিন মেয়ে। তিনি বড় ছেলে আব্দুল আহাদের বিয়ের জন্য সপরিবারের বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
সুরভীর মা সুলতানা বেগম বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল একমাত্র মেয়ে সুরভী হেলিকপ্টারে চড়ে বরের বাড়ি যাবে। আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে।