মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন
বাহুবল প্রতিনিধিঃ বাহুবল উপজেলার মিরপুর তিতারকোনা পেট্রোল পাম্প এলাকায় আলম মিয়া (২২) নামে এক যুবককে উপর্যপূরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত আলম মিয়া উপজেলার লামাতাশি ইউনিয়নের পশ্চিম দ্বিমুড়া গ্রামের তাহির মিয়ার পুত্র। রোববার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছোড়া।
স্থানীয়রা জানান, নিহত আলম মিয়ার পিতা তাহির মিয়ার সাথে দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী সাবেক
ইউপি সদস্য মোঃ কুতুব আলীসহ তার লোকজনদের। এরই জেরধরে সম্প্রতি উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্য মামলা পাল্টা মামলা রয়েছে। এ ঘটনায় কুতুব আলীর দায়ের করা মামলায় গত ১৫দিন পুর্বে কারাগার থেকে জামিনে বের হয়ে আসে আলম মিয়া। রোবাবার উল্লেখিত সময়ে পেট্রোল পাম্প এলাকায় আলম মিয়াকে একা পেয়ে উপর্যপূরি ছুরিকাঘাত করে কুতুব আলীসহ তাদের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের ও বাহুবল মডেল থানার (ওসি) রকিবুল ইসলাম খানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বাহুবল মডেল থানার (ওসি) রকিবুল ইসলাম খান জানান, আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।