মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৩ পূর্বাহ্ন

মুশফিক চৌধুরী হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হিসেবে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার মুশফিক হোসেন চৌধুরীকে নিয়োগ করা হয়েছে। তিনি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আজ বুধবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এদিকে, সম্প্রতি দেশের সব জেলা পরিষদের সঙ্গে সমন্বয় করে হবিগঞ্জের জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ। জেলা পরিষদ বিলুপ্ত করে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.