বুধবার, ০৭ Jun ২০২৩, ০২:২৭ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি:সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর এবারের বাজেট বক্তৃতায় যেন এমন ইঙ্গিতই দিয়েছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বলেছিলেন- এটি সম্ভবত আমার পরিষদের শেষ বাজেট।
সেই বক্তব্যের পরপরই এবার গুঞ্জন উঠেছে- আগামীতে বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ অথবা সিলেট-৪ আসনে প্রার্থী হতে পারেন।
সিসিকের সাবেক জনংসযোগ কর্মকর্তা সাহাব উদ্দিন শিহাব তার ফেসবুক ওয়ালে আজ এ বিষয়ে একটি পোস্ট করেন। সে পোস্টে তিনি উল্লেখ করেন- ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট- ১ এবং সিলেট-৪ এ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হবেন সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ও সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিম সাহেবের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতেই তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।’